ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ঢাকা দক্ষিণের আ.লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনসহ চারজনকে আটক করে স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
শনিবার সকালে স্বরুপপুর ইউনিয়নের পেপুলবাড়িয়া গ্রামের জেলেপোতা মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, তিন দালাল মোটরসাইকেলে করে রিয়াজ উদ্দিনকে সীমান্তের দিকে নিয়ে যাচ্ছিল। কাঁচা রাস্তা ও সন্দেহজনক গতিবিধি দেখে এলাকাবাসী তাদের আটক করে। এ সময় রিয়াজ উদ্দিন দাবি করেন, দালালরা তাকে তিন দিন আটকে রেখে ৩ লাখ ৬০ হাজার টাকা ও এটিএম কার্ড নিয়ে নিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য তারিকুল ইসলাম তরু বিষয়টি মহেশপুর থানা ও শ্যামকুর বিওপিকে জানালে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে যায় এবং চারজনকেই আটক করে থানায় নিয়ে আসে। আটক দালালরা হলেন—পেপুলবাড়িয়া গ্রামের ফয়েজ ও মিরাজসহ আরও একজন। তারা সকলে মানবপাচার চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
থানা সূত্রে জানা যায়, আটক রিয়াজ উদ্দিনের বাড়ি চাঁদপুরের মতলব থানায়। তার বাবার নাম আবুল হোসেন ব্যাপারী। তিনি ঢাকায় একাধিক মামলার আসামি। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছিল।